16 C
Bangladesh
Thursday, January 28, 2021
Home জাতীয় সৌদি যুবরাজকে মুজিববর্ষে আমন্ত্রণ

সৌদি যুবরাজকে মুজিববর্ষে আমন্ত্রণ

সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে আগামী মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর চূড়ান্ত উদযাপনে অংশ নিতে বা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে যোগ দিতে ঢাকা আগমনের আমন্ত্রণ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুলাইহান আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে সাক্ষাৎ করলে মস্ত্রী এ আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে এখানে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের সুষ্ঠুভাবে সৌদি আরবে ফিরিয়ে নেওয়া সুগম করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রদূত বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগে সৌদি সরকার ও বেসরকারী বিনিয়োগকারীদের আগ্রহের কথা জানান।
তিনি বিশেষত আর্মাকো, আকওয়া পাওয়ার, আলফানার গ্রুপ, ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন (ইডি), রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি), দায়েলিম কেএসএ, আলজুমাইরাহ গ্রুপ ইত্যাদির আগ্রহের কথা উল্লেখ করেন।
তিনি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক সময়ে স্বাক্ষরিত চুক্তিসমূহ বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন।
ড. মোমেন ঢাকাস্থ সৌদি দূতাবাসের সহায়তায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবে ফিরে যাওয়ার গতিতে সন্তোষ প্রকাশ করেন।
তিনি রাষ্ট্রদূতকে বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরো এগিয়ে নিতে সকল সহযোগিতার আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শান্তিপূর্ণভাবেই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে

বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮ টায়। একটানা চলবে বিকেল...

১০ কোটি ছাড়িয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা

মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে গেছে। এএফপি’র সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য...

কাল থেকে দেয়া হবে কোভিড-১৯ টিকা

কোভিড-১৯ প্রতিরোধে টিকার প্রাপ্তি-অপ্রাপ্তি, কার্যকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া, মনস্তাত্বিক সংকট ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। এসব মাথায় রেখেই সরকার কোভিড-১৯ এর...

আইসিসি রেঙ্কিং এ দ্বিতীয়স্থানে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে পূর্ণ ৩০ পয়েন্ট পেল টাইগাররা। এতে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে...

Recent Comments