32 C
Bangladesh
Thursday, June 8, 2023
Homeবিশ্বঅগ্ন্যুৎপাতের ছাইয়ে ঢাকা পড়েছে মেক্সিকোর শহর

অগ্ন্যুৎপাতের ছাইয়ে ঢাকা পড়েছে মেক্সিকোর শহর

মেক্সিকোর রাজধানীর মেক্সিকো সিটি থেকে কয়েক ঘণ্টা দূরে অবস্থিত পোপোক্যাটেপেটল আগ্নেয়গিরির আশপাশের শহরগুলো অগ্নুৎপাতের ভস্ম বা ছাইয়ে ঢেকে গেছে। এর ফলে লাতিন আমেরিকার ব্যস্ততম মেক্সিকো সিটির বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। খবর ভয়েস অব আমেরিকা।

এক প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরিত হয়েছে তুষারে ঢাকা ৫ হাজার ৪২৪ মিটার দীর্ঘ পুপুকাটেপেটলের চূড়া।

আগ্নেয়গিরির ৯৭ কিলোমিটারের মধ্যে প্রায় আড়াই কোটি মানুষের বসবাস। বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের বিপর্যয় না হলেও অগ্ন্যুৎপাত অব্যাহত থাকতে পারে। গত তিন দশক ধরে পুপুকাটেপেটল থেকে লাভা নির্গত হচ্ছে।

১৯৯৪ সালে পোপো নামে পরিচিত আগ্নেয়গিরিটি সক্রিয় হয়ে উঠে। বিষয়টি শনাক্ত করে পর্যবেক্ষণে রেখেছে মেক্সিকোর ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি বা ইউএনএএম।

২০০০ সাল থেকে ২০০৩ সাল ও ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে আগ্নেয়গিরিটি অত্যন্ত সক্রিয় ছিল। ২০০০ সালে রেড অ্যালার্ট দেয়া হয়। তবে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পর্যায়ে পৌঁছালে তা আবার নিষ্প্রভ হয়ে পড়ে।

গত কয়েক সপ্তাহে আগ্নেয়গিরিটি দুই দশক আগের মতো অবস্থায় পৌঁছে। এ কারণে ছাই, গ্যাস ও লাভা নিঃসরণের কারণে কর্তৃপক্ষ সতর্কতার স্তর বাড়িয়ে দ্বিতীয় অর্থাৎ ইয়োলো অ্যালার্ট দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img