ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম-সিলেটের সাথে ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচল স্বাভাবিক করার পর ফের একই স্থানে অধিক গরমে লাইন রেল লাইন বেঁকে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দারিয়াপুর এলাকায় রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটে।
এখানে রেললাইনের ওপর তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস। এখন পানি ও কচুরিপানা দিয়ে রেললাইন ঠান্ডা করা হচ্ছে।
রেলস্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার রফিকুল ইসলাম জানান, রেললাইন ঠান্ডা না হওয়া পর্যন্ত মেরামত কাজ করা যাবে না। গরমে ডাউন লাইনটিও বেঁকে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ঘটনাস্থলে গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। রেলওয়ে বিভাগ জানায়, গরমে লাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এরপর রেলওয়ে বিভাগ ৩০ ঘণ্টার চেষ্টায় শুক্রবার রাতে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচলের উপযোগী করলেও শনিবার সকাল থেকে ফের বন্ধ হয়ে পড়ে।