29 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeজাতীয়অবৈধভাবে গড়ে ওঠা বিজিএম ভবন ভাঙ্গার নির্দেশ

অবৈধভাবে গড়ে ওঠা বিজিএম ভবন ভাঙ্গার নির্দেশ

1464621312রাজধানীর হাতিরঝিলে অবৈধভাবে গড়ে ওঠা ১৮ তলা বিজিএম ভবন ভাঙ্গাতে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

এই মামলায় হাইকোর্টে অ্যামিকাস কিউরি হিসেবে থাকা আইনজীবী মনজিল মোরশেদ জানান এখন আর ভবনটি ভাঙতে আইনগত কোন বাধা নেই।

তবে আপিল বিভাগের এ রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ রয়েছে। এর আগে ২০১১ সালে জলাধার আইন লঙ্ঘন করায় ভবনটি ভাঙ্গার নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট। ওই রায়ে বিজিএমইএ ভবনকে ‘হাতিরঝিল প্রকল্পে ক্যান্সারের মতো’ উল্লেখ করা হয়েছিলো।

পরে এর বিরুদ্ধে আপিলের আবেদন করেছিলো তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। কিন্তু আজ তাদের আপিল আবেদন খারিজ করে দিলো আপিল বিভাগ।

২০১১ সালের ৩ এপ্রিল এক রায়ে ৯০ দিনের মধ্যে বিজিএমই ভবন ভাঙার জন্য সরকারকে নির্দেশ দেয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে বিজিএমইএ কর্তৃপক্ষ। পরবর্তীতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হা কোর্টের রায় রায় স্থগিত করে দেয়।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments