তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে অংশ নেয়া আটজন সামরিক কর্মকর্তা গ্রিসে পালিয়ে গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছে।
একটি সামরিক হেলিকপ্টারে গিয়ে গ্রিসের উত্তরাঞ্চলে অবতরণ করে এসব সেনা কর্মকর্তা।
গ্রিসের পুলিশ জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর আলেকজান্দ্রোপোলিসে তুরস্কের একটি সামরিক হেলিকপ্টার অবতরণ করে। সেখান থেকে আটজন ক্রুকে হেফাজতে নেয়া হয়েছে। এরপর তারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে।
স্থানীয় সংবাদপত্র সূত্রে জানা গেছে, তারা তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে অংশ নিয়েছিল।
এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু গ্রিসে রাজনৈতিক আশ্রয় প্রার্থী ওই আট অভ্যুত্থানকারীকে ফেরত চেয়েছে।
সূত্র: রয়টার্স, দ্য ইন্ডিপেন্ডেন্ট, নিউইয়র্ক টাইমস