মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হারের অপেক্ষায় ছিল রাজস্থান রয়্যালস। কিন্তু তাদের প্রত্যাশা পূরণ হয়নি। ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিতে সানরাইজার্স হায়দরাবাদের ২০১ রান তাড়া করে জিতে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। বিদায় নেয় রাজস্থান।
কিন্তু সেই জয় মুম্বাইয়ের প্লে-অফ নিশ্চিত করছিল না। পরের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে জিতলেই বেঙ্গালুরু উঠে যেত প্লে-অফে। তাই রুদ্ধশ্বাস অপেক্ষায় থাকেন রোহিত শর্মা, গ্রিনরা। হয়তো ঈশ্বরের কাছে প্রার্থনায়ও বসেছিলেন। ঈশ্বর তাদের প্রার্থনা শুনেছেন। বেঙ্গালুরু নিজেদের মাঠে গুজরাটের কাছে ৬ উইকেটে হেরে বিদায় নিয়েছে। বিরাট কোহলির সেঞ্চুরি (৬১ বলে ১০১*) ম্লান হয়ে যায় শুভমান গিলের সেঞ্চুরিতে (৫২ বলে ১০৪*)। বেঙ্গালুরুর ব্যর্থতায় প্লে-অফের টিকিট পেয়েছে মুম্বাই।
রোববারের এই পাগলাটে দিনে চূড়ান্ত হয়েছে আইপিএলের শেষ চারের লাইন-আপ। টেবিলের এক ও দুইয়ে থাকা গুজরাট ও চেন্নাই সুপার কিংস আগামীকাল মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে। চেন্নাইয়ের মাঠে এই ম্যাচে যারা জিতবে তারা সরাসরি উঠে যাবে ফাইনালে। আর হারলেও একটি সুযোগ থাকবে। পরদিন বুধবার একই মাঠে এলিমিনেটর ম্যাচে লড়বে টেবিলের তিন ও চার নম্বর দল লখনউ সুপার জায়ান্ট ও মুম্বাই। ওই ম্যাচের বিজয়ী শুক্রবার আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে গুজরাট-চেন্নাই ম্যাচে পরাজিত দলের। এরপর রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৬তম আইপিএলের ফাইনাল।

banglann.com.bd
১০ দলের এই আসরে রাউন্ড রবিন লিগে প্রতিটি দল ১৪টি করে ম্যাচ খেলেছে। প্লে-অফের আগে বিদায় নিয়েছে রাজস্থান (১৪), বেঙ্গালুরু (১৪), কলকাতা নাইট রাইডার্স (১২), পাঞ্জাব কিংস (১২), দিল্লি ক্যাপিটালস (১০) ও সানরাইজার্স (৮)।
আইপিএলে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে মুম্বাই। চারবার শিরোপা জিতে তাদের পরেই চেন্নাই। কলকাতা শিরোপার স্বাদ পেয়েছে দুবার। একবার করে শিরোপা জিতেছে গুজরাট, রাজস্থান, হায়দরাবাদ ও ডেকান চার্জার্স (বিলুপ্ত)। এখন যারা প্লে-অফে খেলছে তাদের মধ্যে শুধু লখনউ শিরোপা জিততে পারেনি। গতবার চতুর্থ হওয়া লখনউ এ নিয়ে দ্বিতীয় আসর খেলছে।
এবার বাংলাদেশ থেকে আইপিএলে দল পেয়েছিলেন সাকিব আল হাসান (কলকাতা), লিটন দাস (কলকাতা) ও মুস্তাফিজুর রহমান (দিল্লি)। সাকিব জাতীয় দলের ব্যস্ততার কারণে দলের সঙ্গেই যোগ দেননি। লিটন নিজের অভিষেক আসরে এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। মুস্তাফিজও এবার খুব বেশি সুযোগ পাননি। দুই ম্যাচেই শেষ হয় তার মিশন।