সকাল ১১.৮ মিনিটে শুরুর মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। এ মোনাজাতে মুসলিম জাহানের কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করছেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ স্থানীয় মুরুব্বি ভারতের মাওলানা সা’দ। আরবি ও উর্দু ভাষায় মোনাজাত করেন তিনি। এ সময় তার সঙ্গে হাত তুলেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।
আগামী ১৫ জানুয়ারি দ্বিতীয় দফায় তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে। ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে আখেরী মোনাজাত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে বোন শেখ রেহানাসহ নিকটাত্মীয়দের নিয়ে আখেরি মোনাজাতে অংশ নেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও সেখানে ছিলেন। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বাসভবনে বসে আখেরি মোনাজাতে অংশ নেন।
গত ৮ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছিল। আগামী ১৫ জানুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হয়ে তিন দিন পর শেষ হবে বিশ্ব তাবলিক জামাতের বার্ষিক এই সম্মিলন।
মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে রহমত প্রার্থনা করছেন তারা।
এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে তুরাগ তীর মুখরিত করে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় আকুতি জানাচ্ছেন লাখ লাখ মুসল্লি।