নতুন পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের আগস্ট মাসেই উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (
এর আগে একাধিকবার এই কার্ড বিতরণের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি ইসি।
ইসি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হতে পারে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে।
জানা যায়, ২০১৬ সালের জুনে নাগরিকদের হাতে স্মাটকার্ড দেয়ার কথা ছিল। কিন্তু পরে এ প্রকল্পের সময় ১৮ মাস বাড়িয়ে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়।