36 C
Bangladesh
Monday, June 5, 2023
Homeজাতীয়আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ভোটগ্রহণ ব্যালেট পেপারে

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ভোটগ্রহণ ব্যালেট পেপারে

ইভিএম বাদ দিয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ভোটগ্রহণ ব্যালেট পেপারে হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। সোমবার (৩ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে তিনি এ তথ্য জানান। মূলত ইভএমের জন্য পর্যাপ্ত অর্থ না পাওয়াই ইসি এই সিদ্ধান্ত নিয়েছে।

ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএম ব‌্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ইভিএম মেরামতের জন‌্য সরকারের কাছে এক হাজার ২৪০ কোটি টাকা ইসির পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের কাছে চাওয়া হয়েছিল। তবে ওই টাকা পাওয়ায় অনিশ্চতা সৃষ্টি হওয়ায় ইসি সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচন ৩০০ আসনেই স্বচ্ছ ব‌্যালট পেপারে অনুষ্ঠিত হবে।
অধিকাংশ রাজনৈতিক দলের বিরোধিতার পরও নির্বাচন কমিশন তাদের রোডম্যাপে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের সর্বোচ্চ দেড়শ’ আসনে ইভিএমে ভোট করার ঘোষণা দেয় আগেই। আর সেই জন্য ইভিএম কিনতে শুরুতে প্রায় ৯ হাজার কোটি টাকা বরাদ্দ চায় ইসি। কিন্তু পরিকল্পনা কমিশন সেই প্রস্তাবে সাড়া দেয়নি। এরপর ইসির কাছে থাকা ১ লাখ ১০ হাজার ইভিএম মেরামতের জন্য প্রায় তেরশ’ কোটি টাকা চেয়ে চিঠি দিলেও অর্থ মন্ত্রণালয় সেই প্রস্তাবও ফিরিয়ে দেয়। সোমবার নির্বাচন কমিশনের ১৭তম কমিশন সভায় এনিয়ে বিস্তর আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img