আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই সাথে জঙ্গিবিরোধী সচেতনতা, জনগনের উন্নয়নমূলক কাজ এবং প্রতিটি কাজে নারীদের সম্পৃক্ততা বাড়ানোর কথা বলেছেন তিনি।
আওয়ামী লীগের সংসদীয় দলের এক জরুরি সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ডিসি সম্মেলনের কারণে সংসদ অধিবেশনের মেয়াদ একদিন কমিয়ে বুধবার শেষ হবে। অধিবেশন শেষ হওয়ার একদিন আগে আওয়ামী লীগের সংসদীয় দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো।
বৈঠক সূত্রে জানা যায়, দলীয় সংসদ সদস্যদের নির্বাচনের প্রস্তুতির বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন- সরকারের মেয়াদ আড়াই বছর পার হয়েছে। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে নির্বাচনী সময় শুরু হবে। সেই অনুযায়ি এ সরকারের স্বাভাবিক মেয়াদ ২ বছর ৩ মাস রয়েছে। এ সময়ের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
তিনি বলেন, ‘সরকারের উন্নয়নমূলক কার্যক্রম করেছি, করবো। তিনি বলেন, উন্নয়নমূলক কাজের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে হবে। আগে কী ছিল, উন্নয়নের পর কী হয়েছে তা বুঝিয়ে বলতে হবে।’