ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শারীরিক জটিলাতার কারণে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেত্রী। সেখানে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে অভিনেত্রীর।
গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে কিছু তথ্য জানান তাসনিয়া। ইনস্টাগ্রামের স্টোরিতে তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তিনি হাসপাতালে রয়েছেন। কপালে ব্যান্ডেজ। মুখে মাস্ক।
সেইসঙ্গে তাসনিয়া লিখেছেন, ‘জীবনের প্রথম অপারেশন হলো। সেটাও আবার এক অপরিচিত দেশে। সঙ্গে আমার অভিভাবকরা নেই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সঙ্গে আমার ছোট ভাই ছিল। ‘
অভিনেত্রীর শারীরিক অবস্থার সম্পর্কে জানান, খুবই ছোট একটা অপারেশন হয়েছে। আমার নাকের মাঝে একটা সিস্ট হয়েছিল। সেটা অপারেশনে বাদ দেওয়া হয়েছে। এখন অনেকটাই ভালো আছি। অভিনেত্রী বললেন, আগামী ১৮ তারিখে আমার সেলাই কাটা হবে। আশা করছি তার পরের দিন ঢাকায় ফিরতে পারব। তাসনিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা সামাজিক মাধ্যমে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।