25 C
Bangladesh
Thursday, March 30, 2023
Homeজাতীয়আগামী ২০ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু

আগামী ২০ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু

1468772430_44আগামী ২০ নভেম্বর রবিবার থেকে এ বছরের প্রাথমিক শিক্ষা এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ২৭ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬-এর জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
স্টিয়ারিং কমিটির সভায় জানানো হয়,প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষার সমাপনী পরীক্ষার ‘ইংরেজী’ ২০ নভেম্বর, ‘বাংলা’ ২১ নভেম্বর, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
অন্যদিকে প্রাথমিক শিক্ষার ‘প্রাথমিক বিজ্ঞান’ এবং ইবতেদায়ী শিক্ষার ‘আরবি’ ২৩ নভেম্বর, প্রাথমিক শিক্ষার ‘ধর্ম ও নৈতিক শিক্ষা’ এবং ইবতেদায়ী শিক্ষার ‘কুরআন ও তাজবীদ এবং আকাইদ ও ফিকহ্’ ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এছাড়া প্রাথামিক ও ইবতেদায়ী পরীক্ষার ‘গণিত’ ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষা সকাল ১১টায় শুরু ও দুপুর দেড়টায় শেষ হবে।
পরীক্ষার সময় মোট আড়াই ঘন্টা। তবে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় ২০ মিনিট অতিরিক্ত নির্ধারণ করা হয়েছে।
এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা মোট ৩১ লাখ ২৫ হাজার এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার পরীক্ষার্থীর মোট সংখ্যা ৩ লাখ ২০ হাজার বলে মন্ত্রণালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments