25 C
Bangladesh
Thursday, March 30, 2023
Homeজাতীয়আতঙ্কে শোলাকিয়ার মানুষ

আতঙ্কে শোলাকিয়ার মানুষ

gambar-sampul-facebook-terbaik-fb-idul-fitri-2015-hijauগুলশানে ভয়াবহ জঙ্গি হামলা নিয়ে উদ্বেগের মধ্যেই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের দিনে সবচেয়ে বড় ঈদের জামাতের কাছে জঙ্গি হামলায় চারজন নিহত হবার পর সেখানকার পরিস্থিতি এখনো থমথমে।
সন্দেহভাজন সন্ত্রাসীদের খোঁজে চলছে তল্লাশি।
সংবাদদাতা আকবর হোসেন জানিয়েছেন, ঘটনার পর শোলাকিয়ায় ঈদের সময়ের প্রাণচাঞ্চল্যের বদলে এক ধরণের থমথমে ভাব বিরাজ করছে।
রাস্তায় জনসমাগম নেই বললেই চলে। শহরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে।
এছাড়া ঘটনাস্থলের পাশের স্কুলে আইনশৃঙ্খলা বাহিনীর একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে।
এদিকে, যেহেতু সন্ত্রাসীদের চেনা যায়নি, ফলে সন্দেহ রয়েছে এমন জায়গাগুলোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও গোয়েন্দারা।
ফলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতংক ও উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন সংবাদদাতা আকবর হোসেন।
পুলিশ জানিয়েছে নিহত চারজনের দুজন পুলিশের সদস্য, একজন সাধারণ মানুষ এবং অন্য একজন হামলাকারী।
অন্তত একজন হামলাকারীকে আটক করেছে পুলিশ।
এদিকে, এ ঘটনা যখন ঘটে, ভেতরকার মুসল্লিরা এ ব্যপারটি জানতেন না।
তাদের অনেকেই বলছেন, হামলার ঘটনার খবর যদি ভেতরে ছড়িয়ে পড়ত বা হামলা ভেতরে হত, তাহলে পরিস্থিতি অনেক ভয়াবহ হতে পারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments