32 C
Bangladesh
Thursday, June 8, 2023
Homeবিশ্বআফগানিস্তানে ৩ ব্রিটিশ নাগরিক আটক

আফগানিস্তানে ৩ ব্রিটিশ নাগরিক আটক

আফগানিস্তানে তিন ব্রিটিশ নাগরিককে আটক করেছে তালেবান।
অলাভজনক ব্রিটিশ গ্রুপ প্রেসিডিয়াম নেটওয়ার্ক শনিবার এ কথা জানিয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আফগানিস্তানে আটক ব্রিটিশ নাগরিকদের সাথে কনস্যুলার যোগাযোগের জন্যে কঠোরভাবে কাজ করে যাচ্ছি এবং তাদের পরিবারকে সমর্থন দিয়ে যাচ্ছি।’
প্রেসিডিয়াম নেটওয়ার্কের স্কট রিচার্ডস বলেছেন, আমরা ধারণা করছি তারা ভালো আছে এবং তাদের সাথে ভালো ব্যবহার করা হচ্ছে।
তবে তাদের সাথে এখনও অর্থপূর্ণ কোন যোগাযোগ হয়নি বলে তিনি উল্লেখ করেন।
তিনজনের মধ্যে দুজনকে জানুয়ারিতে আটক করা হয়েছে। তৃতীয় আরেকজনকে কবে থেকে আটক রাখা হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায় নি।
প্রেসিডিয়াম টুইটারে বিষয়টিকে ভুল বুঝাবুঝি বিবেচনা করে তাদেরকে ছেড়ে দিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img