রাজধানী গ্রিন রোডের আমবাগান বস্তিতে আজ সকালে আগুন লাগে। ঘটনাস্থানে দমকল বিভাগের দায়িত্বরত কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গ্রিনরোডের গ্রিন সুপার মার্কেটের পেছনের বস্তিতে আগুন লেগেছে।
ফার্মগেটের কাছে গ্রিন সুপার মার্কেটের পেছনে এই বস্তিটি অবস্থিত। খবর পেয়ে দমকল বিভাগের ১১টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ১১টা নাগাদ আগুনটি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল বিভাগ জানিয়েছে।
তবে কিভাবে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। আগুনে হতাহতের বিষয়েও কোন খবর পাওয়া যায়নি।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্তদের সব রকম সহায়তা দেওয়া হবে।