হবিগঞ্জে আলোচিত চার শিশু হত্যাকান্ডে গ্রেফতারকৃত দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পাঠিয়েছে আদালত। পুলিশ ১৫ দিনের রিমান্ড আবেদন করলে জ্যেষ্ঠ বিচারক হাকিম কাওসার আলম বৃহস্পতিবার ১০ দিনের হেফাজত মঞ্জুর করেন বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।
এ দুই আসামি হলেন- বাহুবলের সুন্দ্রাটেকি গ্রামের আব্দুল আলী ও জুয়েল।
চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটকের কথা জানালেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কেবল দুইজনকে আদালতে হাজির করা হয়।
গত শুক্রবার বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে স্কুল পড়ুয়া চার শিশু নিখোঁজ হওয়ার পর বুধবার সকালে সুন্দ্রাটেকি গ্রামের ঈসা বিল এলাকায় তাদের বালিচাপা লাশ পাওয়া যায়।
নিহত শিশুরা হলো স্থানীয় আবদাল মিয়া তালুকদারের ছেলে মনির মিয়া (৭), ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) এবং আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০)।
মনির সুন্দ্রাটেকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে এবং তার দুই চাচাত ভাই শুভ ও তাজেল একই স্কুলে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ত। আর তাদের প্রতিবেশী ইসমাইল ছিল সুন্দ্রাটেকি মাদ্রাসার ছাত্র।
এলাকায় গাছ কাটা নিয়ে বিরোধ থেকে চার শিশুকে হত্যা করা হয়েছে বলে নিহতের স্বজনদের ধারণা।