31 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeজাতীয়আলোচিত ‘পানামা পেপারস’ আবারো তথ্য প্রকাশ করবে ৯ মে

আলোচিত ‘পানামা পেপারস’ আবারো তথ্য প্রকাশ করবে ৯ মে

160403-keyfindings-01বহুল আলোচিত ‘পানামা পেপারস’-এর বিশাল অংশ প্রকাশ করা হচ্ছে। এতে থাকবে দুই লাখেরও বেশি কোম্পানি, ট্রাস্ট ও ফাউন্ডেশনের গোপন তথ্য। এসব তথ্য ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) প্রকাশ করবে আগামী ৯ মে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
উল্লেখ্য, বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান, রাজনীতিক, সেলিব্রেটি, ক্রীড়াবিদ সম্পদ লুকাতে ও আয়কর ফাঁকি দিতে পানামাভিত্তিক আইন সহায়তামুলক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার আশ্রয় নিয়েছেন। এ বিষয়ে গোপন ফাইল প্রকাশ হয়ে পড়েছে, যা পানামা পেপারস নামে পরিচিত। এতে বাংলাদেশের বেশ কয়েকজন ব্যক্তির নাম রয়েছে। তবে তাদের নামের সুস্পষ্ট তথ্য এখনও মেলেনি। মে মাসে তাদের তালিকা প্রকাশের কথা রয়েছে।

আইসিআইজে বুধবার বলেছে, আয়কর ফাঁকি দেয়া সংক্রান্ত বিপুল সংখ্যক ফাইল তারা প্রকাশ করে দেবে ৯ মে। এতে হংকং থেকে যুক্তরাষ্ট্রের নেভাদা পর্যন্ত ট্যাক্স হেভেনের তথ্য রয়েছে তাতে। এর আগে এ মাসের শুরুর দিকে আইসিআইজে প্রায় ১০০ মিডিয়ার মাধ্যমে সীমিত সংখ্যক ফাইল প্রকাশ করে। তাতে বিশ্বের অনেক নামীদামি রাষ্ট্রনায়ক, রাজনীতিকের আর্থিক কেলেঙ্কারির তথ্য বেরিয়ে এসেছে। এর ফলে অনেক দেশে চলছে তদন্ত। আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ও স্পেনের একজন মন্ত্রী পদত্যাগ করেছেন। আইসিআইজে এক বিবৃতিতে বলেছেন, আগামী মাসে তারা যেসব ফাইল প্রকাশ করবে তা এক বছর ধরে যাচাই বাছাই করতে হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments