ন্যাটো প্রধান সোমবার সতর্ক করে দিয়ে বলেছেন, কিয়েভ তথাকথিত তেজস্ক্রিয় (ডার্টি) বোমা ব্যবহারের পরিকল্পনা করছে এমন মিথ্যা দাবি করে রাশিয়া ইউক্রেনে অবশ্যই সংঘাত বাড়াবে না। খবর এএফপি’র।
ইউক্রেন এ ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে মস্কোর পক্ষ থেকে এমন অভিযোগ বারবার করার পর জেন্স স্টেলটেনবার্গ এ কথা বলেন। এক্ষেত্রে আশংকা করা হচ্ছে, ইউক্রেনের এমন অস্ত্র ব্যবহারের অজুহাত দিয়ে মস্কো তা ব্যবহার করে কিয়েভের ঘাড়ে দোষ চাপাতে পারে।
মার্কিন নেতৃত্বাধীন এ সামরিক জোটের প্রধান বলেন, ‘ইউক্রেন তার নিজ ভূখ-ে ডার্টি বোমা ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার মিথ্যা এমন দাবির ব্যাপারে তিনি পেন্টাগন প্রধান লয়েড অস্টিন ও ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।
তিনি টুইটারে লিখেছেন, ‘ন্যাটো মিত্ররা রাশিয়ার এই অভিযোগ প্রত্যাখান করেছে। রাশিয়া অবশ্যই এটিকে উত্তেজনার অজুহাত হিসেবে ব্যবহার করবে না। আমরা ইউক্রেনের প্রতি আমাদের সমর্থনে অবিচল রয়েছি।’
মস্কো অভিযোগ করেছে যে ইউক্রেন একটি তেজস্ক্রিয় বোমা তৈরির একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। এ ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জোর দিয়ে বলেন, এই হুমকিটি বাস্তব।
লাভরভ বলেন, ‘এটি অসত্য তথ্য নয়, গুরুতর সন্দেহ রয়েছে যে এ ধরনের অস্ত্রের ব্যবহার পরিকল্পিত হতে পারে।’
তিনি আরো বলেন, ‘এ ধরনের ভয়ানক উস্কানি প্রতিরোধে আমাদের সক্রিয় চেষ্টা রয়েছে।’