36 C
Bangladesh
Monday, June 5, 2023
Homeবিশ্বইকুয়েডর ও পেরুতে ভূমিকম্পে ১৪ জন নিহত

ইকুয়েডর ও পেরুতে ভূমিকম্পে ১৪ জন নিহত

একটি শক্তিশালী ভূমিকম্প ইকুয়েডর এবং পেরুকে কাঁপিয়েছে, কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে, বাড়িঘর এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আতঙ্কিত বাসিন্দাদের রাস্তায় পাঠিয়েছে। পাশাপাশি অন্তত ৩৮০ জন  ভূমিকম্পের ফলে আহত হয়েছেন।

ইউএস জিওলজিক্যাল সার্ভে শনিবার ইকুয়েডরের উপকূলীয় গুয়াস অঞ্চলে ৬.৭ মাত্রার ভূমিকম্পের কথা জানিয়েছে। কম্পনটি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াকিল থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দক্ষিণে কেন্দ্রীভূত হয়েছিল, যা ৩ মিলিয়নেরও বেশি লোকের একটি মেট্রো এলাকা নোঙর করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামি হওয়ার সম্ভাবনা দেখা যায়নি।

কম্পনে ইকুয়েডরে ১৪ জনের মৃত্যু হয়েছে, পেরুতে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইকুয়েডরের কর্তৃপক্ষ অন্তত ১২৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো সাংবাদিকদের বলেন, ভূমিকম্প “সন্দেহ নেই… জনগণের মধ্যে আশংকা তৈরি করেছে”।

তার কার্যালয় বলেছে যে “সমস্ত মন্ত্রণালয় সক্রিয় এবং পর্যাপ্ত অর্থনৈতিক সংস্থান রয়েছে অবিলম্বে ভূমিকম্পের ক্ষতি মেরামত করার জন্য”। এতে আরও বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ১১ জন উপকূলীয় রাজ্য এল ওরোতে এবং দুজন উচ্চভূমি রাজ্য আজুয়ায় মারা গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img