ইকুয়েডর রাজধানী কুইটোথেকে উত্তর পশ্চিম দিকে ১৩৬ কিলোমিটার দুরে মানাবি অঞ্চলে ফের ভূমিকম্প। যার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। ভূগর্ভের ৩২ কিলোমিটার গভীরে কম্পন হয়।
তবে এদিন ভূমিকম্প হলেও, সুনামির সতর্কতা জারি হয়নি। বিদ্যুৎ বিপর্যয় ছাড়া আর কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া কুইটোর মানুষকে আশ্বস্ত করে বলেছেন, যাঁরা আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে চলে এসেছেন, তাঁরা ফিরে যেতে পারেন। তিনি এই কম্পনকে আফটার শক বলে বর্ণনা করেছেন।
গত মাসে ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৬৬১ জনের মৃত্যু হয়েছে। ২৮,০০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল। এখনও সেই আতঙ্কের রেশ কাটিয়ে উঠতে পারেননি লাতিন আমেরিকার এই দেশটির মানুষ। তার মধ্যেই নতুন করে কম্পনে আতঙ্ক বেড়েছে।