ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সহকারী জন প্রেসকট বলেছেন, ২০০৩ সালে ইরাক যুদ্ধে যোগ দিয়ে ব্রিটেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছিল। ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসন শুরু বিষয়ে চিলকোট রিপোর্ট প্রকাশের কয়েকদিন পর জন প্রেসকট এ কথা বললেন।
চিলকোট রিপোর্টে বলা হয়েছে, ইরাক যুদ্ধ শুরুর আট মাস আগে টনি ব্লেয়ার সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে সামরিক আগ্রাসনে অংশ নেয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। ব্রিটিশ-মার্কিন আগ্রাসনে ইরাকে অন্তত দশ লাখ মারা গেছে। ইরাক আগ্রাসনে অংশ নেয়ার জন্য ওই রিপোর্টে টনি ব্লেয়ারের তীব্র সমালোচনা করা হয়েছে।
এ প্রসঙ্গে প্রেসকট বলেন, “২০০৪ সালে জাতিসংঘ মহাসচিব কফি আনান বলেছিলেন ইরাকে সরকার পরিবর্তনের জন্যই দেশটিতে আগ্রাসন চালানো হয়েছে; সে কারণে এ যুদ্ধ সম্পূর্ণ অবৈধ। গভীর দুঃখ ও ক্ষোভ নিয়ে আমি এখন বলতে পারি- কফি আনানই সঠিক ছিলেন। (প্রেসটুডে)