সৌদি সরকার রোববার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব। দেশটির প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমরের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ইরান আপত্তি ও প্রতিবাদ করায় রিয়াদ সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়।
সৌদি রাজতান্ত্রিক সরকারের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আদেল আজ-জুবায়ের ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন। তিনি জানান, ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের কূটনৈতিক মিশনের সবাইকে সৌদি আরব ছেড়ে চলে যাওয়ার কথা বলা হয়েছে। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানলে প্রেস টিভি এ খবর দিয়েছে।
এর আগে, রাজধানী তেহরানে বহু মানুষ সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা শেখ নিমরের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ ও নিন্দা জানান।
শনিবার শেখ নিমর আল-নিমর ও আরো ৪৬ জনের মৃত্যুদন্ডাদেশ কার্যকর করে সৌদি আরব। সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এদের মৃত্যুদন্ড কার্যকর করা হয়। সৌদি সরকার রাষ্ট্রদ্রোহিতার ভিত্তিহীন অভিযোগ শেখ নিমরকে অত্যন্ত বর্বরভাবে মৃত্যুদণ্ড দেয়। এর বিরুদ্ধে সারা বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমরা উত্তেজনা নিরসনে পদক্ষেপ গ্রহণের জন্য ওই অঞ্চলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি।