ইরানের সংসদ সদস্য হামাতুল্লাহ ফালাহাতপিশে গতকাল হত্যা প্রচেষ্টার হাত থেকে রক্ষা পেয়েছেন। ইরানের ইসলামাবাদে গার্বের এ আইনপ্রণেতাকে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কেরমানশাহে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চলীয় ইরানের কাসরে শিরিন নগরীর জনপ্রতিনিধি ফারাহাদ তেজারি।
গাড়িতে করে একটি গ্রামে যাওয়ার পথে হামাতুল্লাহ ফালাহাতপিশে বিরুদ্ধে হামলা করে চার সন্ত্রাসী। এ সময়ে গাড়িতে কেরমানশাহের মৎস্য বিষয়ক মহাপরিচালকও ছিলেন। হামলায় মহাপরিচালক আহত হলেও প্রাণে বেঁচে যান কিন্তু গাড়ি চালক এবং পশুচিকিৎসা বিভাগের প্রধান গুলিতে নিহত হয়েছেন। অবশ্য ফালাহাতপিশে অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন।
হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং পালিয়ে যাওয়ার আগে হামলায় ব্যবহৃত গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানান ফারাহাদ তেজারি। স্থানীয় নিরাপত্তা এবং বিচার বিভাগের কর্মকর্তারা এ ঘটনা তদন্ত করছেন।