31 C
Bangladesh
Thursday, June 8, 2023
Homeবিশ্বইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি কিশোর

ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি কিশোর

ফিলিস্তিনের জেরিকোতে অবস্থিত আকাবেত জাবের শরণার্থী শিবিরে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। সোমবার মোহাম্মাদ ফায়েজ বালহান নামের ১৫ বছরের ওই কিশোরের মাথায়, বুকে ও পেটে গুলি করে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আল জাজিরার।  

নিহত কিশোরের চাচি মায়সুন বিলাপ করতে করতে বলেন, ‘তারা তার (ফয়েজের) মাথায় গুলি করেছে। আমাদের মানুষদের সঙ্গে কি হতে চলেছে? কি হবে আমাদের?’

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, ইসরায়েলিদের ওপর হামলাকারীদের আটক করতে আকাবেত জাবের শরণার্থী শিবিরে অভিযান চালায় তারা। এ সময় তাদের ওপর হামলা হলে গুলি চালায় তারা। নিহত কিশোরের বাবা বলেন, লোকজন পাথর ছুঁড়ে মারছিলেন, তারা নিরস্ত্র ছিলেন। তাদের ওপর গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী।

এদিকে সহিংসতা ছড়িয়েছে দখকৃত পশ্চিম তীরেও। পুলিশী নিরপত্তায় নাবলুসের একটি অবৈধ এভিয়াতার ‘আউটপোস্টে’ (অনুমোদনহীন ইহুদি বসতি) জড়ো হন ইহুদি বসতিরা। সাম্প্রতিক সময়ে ইসরায়েলিদের ওপর হামলার প্রতিক্রিয়ায় ওই আউটপোস্টকে বৈধ করতে সরকারে প্রতি দাবি জানায় অবৈধ বসতিরা।  

ইসরায়েলের উগ্র ডানপন্থী সরকারের সমর্থনে জড়ো হয় হাজারো ইসরায়েলি। এ সময় ফিলিস্তিনের জন্য সেই রাস্তা বন্ধ করে দেয় ইসরায়েলি পুলিশ।

আল জাজিরার প্রতিনিধি সামির আবু শাম্মালা জানিয়েছেন, ‌‌‘ইসরায়েলের সব ভূমি’ ইহুদি ইসরায়েলিদের- এমন ব্যানার নিয়ে মিছিল করছিলেন ইসরায়েলিরা। এ সময় দখলকৃত পশ্চিম তীরকে নিজেদের ভূমি বলে দাবি করে তারা।  এ সময় বাঁধা দিলে ফিলিস্তিনের ওপর রাবার বুলেট ও টিআর শেল ছোড়ে পুলিশ। এতে দুই ফিলিস্তিনি আহত হয়েছেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img