32 C
Bangladesh
Thursday, June 8, 2023
Homeবিশ্বইসরায়েলের তেল আবিবে ‘সন্ত্রাসী হামলায়’ নিহত ২ 

ইসরায়েলের তেল আবিবে ‘সন্ত্রাসী হামলায়’ নিহত ২ 

ইসরায়েলের তেল আবিব শহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত প্রাণ গেছে দুই জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় শুক্রবার তেল আবিবের সমুদ্র তীরবর্তী জনপ্রিয় একটি পার্কের পাশে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার তেল আবিবের সমুদ্র তীরবর্তী জনপ্রিয় একটি পার্কের পাশে একটি প্রাইভেটকার কয়েকজনকে চাপা দেয়। পরে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।  

এখন পর্যন্ত কেউ হামলার দায়ও স্বীকার করেনি। এমন এক সময় এ ঘটনা ঘটল যখন রোজার মধ্যেও মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।  

বৃহস্পতিবার মধ্যরাতে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই হামলায় নিহত হয়েছেন দুই নারী। ইসরায়েলের অভিযোগ, ইসরায়েলি স্থাপনা বরাবর একের পর এক রকেট হামলার জবাবে তাদের এই পদক্ষেপ। রকেট হামলার জন্য ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোকে দায়ী করেছে ইসরায়েল।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img