পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ছয়টা থেকে পদ্মা সেতুর বাম পাশে সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলবে। ঘন্টায় সর্বোচ্চ গতি থাকবে ৬০ কিলোমিটার। দুপুরে গণভবন থেকে এসব তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে পরীক্ষামূলক ভাবে এই অনুমতি দেওয়া হয়েছে। কোন ভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মটরসাইকেল আসতে পারবে না। নির্ধারিত হারে টোল প্রদান করতে হবে।
তিনি আরও জানান, মোটরসাইকেল চালকরা যদি নিয়ম না মানে তাহলে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।