রাজধানীর উত্তরবাড্ডার প্রিমিয়াম প্লাজায় মঙ্গলবার রাত ৩টার দিকে ১৪তলা ওই ভবনে আগুন লাগে। ভবনটিতে ফায়ার্স সার্ভিসের ২৬টি ইউনিট কাজ শুরু করার পর দীর্ঘ সাড়ে ছয় ঘন্টা পর সকাল ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রনে আসে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-পরিচারক মোজাম্মেল হক।
তিনি বলেন, আগুন লাগার সঙ্গে-সঙ্গে ভবনের লোকজন ছাদের ওপরে চলে যান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের ছাদ থেকে নিচে নামিয়ে আনেন।
১৪ তলা ভবনটির একটি শো রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।