যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী সমাবেশে একটি শিশুকে কেন্দ্র করে তিনি মিডিয়াকে অসৎ বলে আখ্যায়িত করেন।
মঙ্গলবার ভার্জিনিয়ার লাউডন কাউন্টিতে নির্বাচনী সমাবেশে একটি শিশু কাঁদছিল। ট্রাম্প বলেন, প্রথমবার আমি শিশুর মাকে বললাম দুশ্চিন্তার কিছু নেই। শিশুটি এখানেই থাক। কিন্তু দুমিনিট পরেই আমি আবার বললাম, হাহ্ বাচ্চাটি খুব সুন্দর। তুমি যদি তোমার বাচ্চাটিকে বাইরে নিয়ে যাও সেটিও মন্দ হয় না। এতে সবাই হেসে ওঠে। আমরা সকলেই একটি ভালো সময় কাটাই।
ট্রাম্প বলেন, অথচ মিডিয়ায় হেডলাইন করা হলো,‘ট্রাম্প সমাবেশস্থলের বাইরে ছুঁড়ে মারলো শিশু’ কি অসততা। এদের সকলেই অসৎ। আমি এ ধরনের ২০টি গল্প আপনাদের শোনাতে পারি। ওইদিন আমরা সকলেই মজা করেছিলাম। সকলেই হাসছিল। সকলেই মজা করছিল। আর তারা বললো ট্রাম্প শিশু ছুঁড়ে ফেলে দিচ্ছে। কী মিথ্যা। তারাও জানে এটি মিথ্যা।
ধনকুবের ট্রাম্প আরো বলেন, বিশ্বাস করুন আমি শিশুটিকে ছুঁড়ে ফেলে দেইনি। আমি বাচ্চাদের ভালোবাসি। আমি আমার শিশুদেরও ভালোবাসি।