দীর্ঘ দিন ধরে অচল থাকার পর আবাসনের লিফ্ট চালু করেছিলেন রক্ষণাবেক্ষণ সংস্থার কর্মীরা। বন্ধ লিফ্টের দরজা খুলতেই বেরিয়ে পড়ল মহিলার মৃতদেহ। গত একমাস ধরে লিফ্টের ভিতরে আটক দেহে পচন ধরায় দুর্গন্ধ ছড়ায়। ভিতরে যাত্রী রয়েছেন কি না, তা না দেখেই লিফ্টের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন আবাসনের কর্মীরা। ফলে লিফ্টের ভিতর আটকে পড়েও বেরোতে পারেন না বছর তেতাল্লিশের এক মহিলা বাসিন্দা। এক মাস পর অচল লিফ্ট সারাতে এসে কর্মীরা উদ্ধার করলেন তাঁর দেহ। উত্তর চিনের জিয়ান শহরের ঘটনায় গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া। চিনের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, গত ৩০ জানুয়ারি শহরের এক বহুতল আবাসনে ১০ ও ১১ তলার মাঝে আটকে থাকা লিফ্ট দেখতে পেয়েছিলেন আবাসনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থার কর্মীরা। লিফ্টের ভিতরে কেউ আছেন কি না জিজ্ঞেস করায় কোনও জবাব মেলেনি বলে তাঁদের দাবি। এরপর লিফ্টের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁরা বাড়ি ফিরে যান। পরের দিন থেকে চিনা চান্দ্রবর্ষের ছুটি শুরু হয়। ছুটি কাটিয়ে গত ১ মার্চ ফের ডিউটিতে যোগ দেন কর্মীরা। লিফ্ট চালু করার পর দরজা খুলতেই মহিলার দেহ দেখতে পাওয়া যায়। ঘটনায় মারাত্মক গাফিলতির অভিযোগে কাঠগড়ায় রক্ষণাবেক্ষণ সংস্থা। বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করার আগে লিফ্টের ভিতর কোনও যাত্রী আছেন কি না, তা খোঁজ না নেওয়ার কারণে মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, মৃত মহিলা ওই আবাসনে একাই বাস করতেন। মৃত্যুর কারণ অনুসন্ধান করছে পুলিশ।