টালিউডের জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের কাছ থেকে ৪০ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠে অভিনেতার বিরুদ্ধ। গত ৯ মার্চ নিয়োগ দুর্নীতির অভিযোগের মামলা তদন্তে বনিকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দীর্ঘক্ষণ সিজিও কমপ্লেক্সে জেরা করা হয় তাঁকে।
ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে অভিনেতার গাড়ি নিয়ে মস্করা, চলছে কটাক্ষ। এর মাঝে নতুন ভিডিও প্রকাশ্যে এলো বনির। ইনস্টাগ্রামে একটি স্বল্প ভিডিও পোস্ট করে বনি তার ক্যাপশনে লেখেন, ‘রক অ্যান্ড রোলই তো জীবনের নিয়ম। ‘ যার সারমর্ম, ‘জীবনে ওঠানামা চলতেই থাকে’।
আর তাতেই প্রেমিকা কৌশানীর মন্তব্য, ‘এখনও অনেকটা পথ চলা বাকি। ‘
নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই প্রথম বার কোনো অভিনেতাকে তলব করল ইডি। এর আগে অভিনয় জগতের সঙ্গে সরাসরি যুক্ত কাউকে তলব করেনি ইডি।