25 C
Bangladesh
Thursday, March 30, 2023
Homeনির্বাচিতএবার আসছে ‘রঙ্গ দে বাসন্তী ২’

এবার আসছে ‘রঙ্গ দে বাসন্তী ২’

48406-aalu25-1-16২০০৬ সালে পর্দায় দেখা গিয়েছিল চার বন্ধুকে। আর এবার, সাধারণতন্ত্র দিবসের ঠিক আগের দিন ছবির ১০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে দেখা গেল আমির খান, শরমন যোশি আর সিদ্ধার্থকে! কুণাল কাপুর, সোহা আলি খান এবং আর মাধবন বাদ পড়লেন দল থেকে। অন্য দিকে, অনুষ্ঠানে উপস্থিত রইলেন পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা এবং ওয়াহিদা রহমান। ছবিটা কী ভাবে বানানো হয়েছিল, তা নিয়ে একটা তথ্যচিত্রও প্রকাশ করা হল। ‘মস্তি কি পাঠশালা’ গানের সঙ্গে নাচলেনও আমির, শরমন, সিদ্ধার্থ!

আর, তার সঙ্গেই তৈরি হল জোর কানাকানি। টিম ‘রঙ্গ দে বাসন্তী’-র এই পুনর্মিলন কি ছবির সিকুয়েলের দিকে ইশারা করছে?

শুধু তাই নয়, কথা হচ্ছে বলিউডে আলোড়ন ফেলে দেওয়া ছবি থ্রি ইডিয়টস নিয়ে। রাজকুমার হিরানি পরিচালিত সেই সাড়া জাগানো ছবির সিক্যুয়েল হতে চলেছে অদূর ভবিষ্যতে। এমনই ইঙ্গিত দিয়েছেন আমির খান। তাঁর অভিনীত অন্য একটি ছবি রং দে বসন্তীর দশ বছর পূর্তি উপলক্ষ্যে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে আমির জানান, ‘কয়েকদিন আগেই রাজু (রাজকুমার হিরানি)-র সঙ্গে আমার কথা হচ্ছিল। ও বলল, একটা দারুণ গল্প পেয়েছে যা থ্রি ইডিয়টস-এর সিক্যুয়েলের জন্যে ভাবা যেতেই পারে। তবে এখনই একে ব্রেকিং নিউজ বানিয়ে ফেলবেন না যেন!’ তা আমির সাহেব, সাংবাদিক বৈঠকে এমন একটি কথা বলার পর আপনি কি সত্যিই আশা করেন, এই নিয়ে শোরগোল হবে না?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments