36 C
Bangladesh
Tuesday, June 6, 2023
Homeবিশ্বএবার ইসরায়েলে সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

এবার ইসরায়েলে সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের বিমান হামলার প্রতিশোধ নিতে এবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সিরিয়া। শনিবার এ হামলা চালায় সিরিয়া।

ইসরায়েলি সেনাবাহিনী শনিবার রাতে এক বিবৃতিতে জানায়, সিরিয়া তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে দুটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত করেছে।

একটি এসে ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হেনেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ইসরায়েল। এটি গিয়ে গোলান মালভূমির দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে বলে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে।  

শনিবার রাতে হঠাৎ ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এর পরই সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়।

সিরিয়ার হামলার পরই ইসরায়েল ড্রোন দিয়ে আবার সিরিয়ায় হামলা চালায়।

উল্লেখ্য, ১৯৬৭ সালে ৬ দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। এর পর ১৯৮১ সালে আন্তর্জাতিক আইন অমান্য করে ইসরায়েলি ভূখণ্ডের সঙ্গে একীভূত করা হয় অধিকৃত গোলানকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img