সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তুরস্কে এখন চলছে দোষারোপের পালা। রবিবার বেশ কয়েকজন সেনা জেনারেলকে বন্দি করা হয়েছে, বাদ পড়েননি বরিষ্ঠ বিচারক ও আইনজীবীরাও। অভিযোগ, এঁরা সকলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্দোগানকে সরানোর ষড়যন্ত্র করেছিলেন।
এর্দোগান সরকার নিজেই স্বীকার করেছে, অন্তত ৩০০০ সেনাকে এই সন্দেহে গ্রেফতার করেছে তারা। ধরা হয়েছে ৩৪জন জেনারেলকে।
সেনা ছাউনিতে ছাউনিতে তল্লাশি চলছে, দেখা হচ্ছে, অভ্যুত্থানের কোনও সমর্থক লুকিয়ে আছেন কিনা।
রবিবার ভোরে দেনিজলি শহরের সেনা ছাউনি থেকে গ্রেফতার করা হয়েছে সেনা কম্যান্ডার ওজহান ওজবাকির সহ ৫২জন সেনাকে। শুধু যে সেনাকর্মীদের ওপরেই নির্মম অত্যাচার চলছে তা নয়, দেশজুড়ে ২,৪৭৫জন বিচারক ও আইনজীবীর বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা।
মনে করা হচ্ছে, আমেরিকায় আশ্রয় নেওয়া যে ধর্মগুরু, ফেথুল্লাহ গুলেনের পরামর্শে এই অভ্যুত্থান হয় বলে এর্দোগান