এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বোলিং সেনসেশনের মুস্তাফিজুর রহমান। চোটের কারনেই তাকে এমন সিদ্ধান্ত নিতে হয়। তার জায়গায় ফিরে আসছেন ছুটি নেয়া তামিম ইকবাল। রোববার শ্রীলংকার বিপক্ষে ম্যাচে পেশিতে ব্যথা অনুভব করেন মুস্তাফিজুর।
এরপর তা আরও বাড়লে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয় তাকে। সোমবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, চোটের কারণে মুস্তাফিজকে বিশ্রাম দেয়া হয়েছে।
ফলে এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে তাকে মাঠে দেখা যাবেনা। তবে কিছুদিন বিশ্রামে থেকে দ্রুতই তিনি বোলিং শুরু করতে পারবেন বলে আশা করছে ক্রিকেট বোর্ড।
এদিকে, সদ্যই ছেলের বাবা হওয়া তামিম সোমবারই ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। ফিরেই গতকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।