30 C
Bangladesh
Friday, March 31, 2023
Homeখেলাএশিয়া কাপ ২০১৬ টি-টোয়েন্টিতে থাকছেন যারা (নামের তালিকাসহ)

এশিয়া কাপ ২০১৬ টি-টোয়েন্টিতে থাকছেন যারা (নামের তালিকাসহ)

2016-Asia-cup-qualifier-begin-from-the-19th-February২১ ফেব্রুয়ারির ইতিহাস বুকে নিয়ে বাংলাদেশে ইতিহাস রচনা হবে আরও একবার। ২৪ ফেব্রুয়ারি। ক্রিকেটার ইতিহাস। ৫০ ওভারের নয়, এশিয়া কাপ প্রথমবার টি-টোয়েন্টিতে। ২৪ থেকে ৬ মার্চ আবারও চার ছক্কা হৈ হৈ। ৭টি দল। একটা ট্রফি। ১২ দিনের টানটান উত্তেজনা। প্রথমে কোয়ালিফায়ার রাউণ্ড। শেষ হবে ৬ মার্চ ফাইনাল দিয়ে। শেরে বাংলা জাতীয় উদ্যানে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ২০১৬ টি-টোয়েন্টি ফাইনাল। ২০১৫  তে সবাইকে চমকে চমক দিয়েছিল বাংলাদেশ। প্রথমাবার এশিয়া কাপের ফাইনালে। অল্পের জন্যে পাকিস্তানের কাছে হার। সেবার হাতছাড়া হলেও এবার ঘরেরে মাঠে ফেভারিট রয়েল বেঙ্গল টাইগাররাই। তবে টি-টয়েন্টিতে এক নম্বর দল টিম ইন্ডিয়া, এই পরিসংখ্যান যে কোনও দলের কাছেই ভয়ের। পিছিয়ে নেই টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন লঙ্কান ব্রিগেডও। শেষবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান এবার ডার্ক হর্স।

Cricket timeচার দাবিদারের দল

বাংলাদেশ- মাশরাফি মোর্তাজা (অধিনায়ক), শাকিব আল হাসান, ইমরুল কায়েস, মহম্মদ মিঠুন, মহম্মদুল্লাহ্‌, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাব্বির রহমান, নাসির হুসেন, মুস্তাফিজুর রহমান। আল-আমিন হুসেন, তাস্কিন আহমেদ, আরাফাৎ সানি, আবু হায়দার, নুরুল হাসান।

ভারত-মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, আর আশ্বিন, জসপ্রীত বোমরা, আশিস নেহেরা, সুরেশ রায়না, আজিঙ্কা রাহানে, হরভজন সিং, মহম্মদ সামি, পভন নেগি।

শ্রীলঙ্কা- লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউজ (সহ অধিনায়ক), দীনেশ চান্দিমাল, তিলকরত্নে দিলশান, নিরোশান ডিকওয়েলা, শিহান জয়সূর্য, মিলিন্দা সিরিওয়ারদেনা, চামারা কাপুগেদারা, নুয়ান কুলশেকেরা, দুশমানথা চামিরা, থিসারা পেরেরা, সুচিত্রা সেনানায়েকে,  রঙ্গনা হেরাথ, জেফরি ভানদেরসে, দাসুন সেনানায়েকে।

পাকিস্তান- শাহিদ আফ্রিদি (অধিনায়ক), মহম্মফ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, সারফরাজ আহমেদ, ইম্মাদ ওয়াসিম, আনোয়ার আলি, বাবর আজম, এম নওয়াজ, ইফতিকর আহমেদ, রুম্মান রাইস, ওয়াহাব রিয়াজ, খুররাম মঞ্জুর।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments