36 C
Bangladesh
Monday, June 5, 2023
Homeকোরআনকবরে যে আমলের সাওয়াব পৌঁছাতে থাকে

কবরে যে আমলের সাওয়াব পৌঁছাতে থাকে

হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মুমিন বান্দা মৃত্যুবরণ করলে তার আমল বন্ধ হয়ে যায়, কিন্ত কয়েকটি জিনিসের সাওয়াব তার মৃত্যুর পরও কবরে পৌঁছাতে থাকে।

(১) ইলম­…. যা সে প্রচার-প্রসার করেছে। অর্থাৎ কাউকে দ্বীনি শিক্ষা দেয়া। এর সাওয়াব অনবরত মৃতের রূহে পৌঁছতে থাকে যতদিন সেই ইলম দুনিয়ায় অবশিষ্ট থাকে।

(২) নেক সন্তান রেখে যাওয়া, যে তার জন্য দোয়া করে।

(৩) কুরআন শরিফ রেখে যাওয়া, যা মানুষ তিলাওয়াত করে।

(৪) আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা।

(৫) মুসাফির বা যাত্রীদের বিশ্রামের উদ্দেশ্যে সরাইখানা নির্মাণ করা।

(৬) নল কূপ বা খাল খনন করা।

(৭) জীবদ্বশায়, সুস্থাবস্থায় নিজের মাল-সম্পদ থেকে দান সদকা করা।১৬২

জনপ্রতি ফিতরা নির্ধারন করেছে ইসলামিক ফাউন্ডেশন

হেযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত- রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- নেককার বান্দাকে আল্লাহ তায়ারা জান্নাতে অনেক বড় মর্যাদা দান করবেন। সে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, হে আমার মালিক! এ মর্যাদা কীভাবে আমি প্রাপ্ত হলাম? আমি তো এ আমল করি নি। তখন আল্লাহ তায়ালা বলবেন, তোমার সন্তানেরা তোমার জন্য ইস্তিতিগফার ও দোয়া করেছে সেই বরকতে।১৬৩

১৬২- বায়হাকি শরিফ

১৬৩- মুসনাদে আহমদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img