25 C
Bangladesh
Thursday, March 30, 2023
Homeজাতীয়কাউন্সিলরদের ভো্টে জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হুসেইন মুহম্মদ এরশাদ

কাউন্সিলরদের ভো্টে জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচিত হুসেইন মুহম্মদ এরশাদ

jatiya_party_council_12908_1463210411কাউন্সিলরদের ভোটে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান পুনঃনির্বাচিত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ শনিবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ প্রাঙ্গণে চলমান দলের ৮ম জাতীয় কাউন্সিলে প্রধান পদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রথম অধিবেশন শেষে কাউন্সিলে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম তাদের নাম প্রস্তাব করলে উপস্থিত কাউন্সিলররা এই প্রস্তাব সমর্থণ করেন।

এছাড়া দলের প্রেসিডিয়াম সদস্য ও নির্বাহী কমিটি গঠনের ক্ষমতা দেয়া হয় পার্টির চেয়ারম্যানকে। পরে নব নির্বাচিতদের ফুলের তোড়া দিয়ে নেতাকর্মীরা অভিনন্দন জানান।

এর আগে দলের সংশোধিত গঠনতন্ত্র পাস করা হয়। এতে কো-চেয়ারম্যান পদের অনুমোদন ও পার্টির চেয়ারম্যানের ৩৯ ধারায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

পার্টির চেয়ারম্যান যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে পার্টির প্রেসিডিয়ামের সম্মতি নেবেন- এই শর্ত এতে যুক্ত করা হয়েছে।

এদিকে দলের মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ও মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতীর যৌথ সঞ্চালনায় সম্মেলনে দলের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

সকাল সাড়ে ১১টায় জাতীয় পতাকা, দলীয় পতাকা ও শান্তির পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির ৮ম কাউন্সিলের শুভ উদ্বোধনী ঘোষণা করেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments