35 C
Bangladesh
Friday, June 2, 2023
Homeবিশ্বকাতার-বাহরাইন সম্পর্ক পুন:প্রতিষ্ঠা

কাতার-বাহরাইন সম্পর্ক পুন:প্রতিষ্ঠা

কাতার ও বাহরাইন বুধবার রাতে ঘোষণা দিয়েছে, তারা তাদের দীর্ঘদিনের কূটনৈতিক দ্বন্দের অবসান ঘটিয়ে সম্পর্ক পুন:প্রতিষ্ঠা করার ব্যাপারে সম্মত হয়েছে। খবর এএফপি’র।
২০১৭ সালে বাহরাইন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত মিশরের সাথে যোগ দিয়ে কাতারের উপর কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং পারস্পরিক প্রতিদ্বন্ধীতায় জড়িয়ে পড়ে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদর দপ্তরে এক আলোচনায় পুনর্মিলনের বিষয়ে চুক্তি হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রতিবেশি দেশগুলো জাতিসংঘ সনদের নীতিমালা অনুযায়ী বাহরাইন ও কাতারের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুন:প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, দুই পক্ষ নিশ্চিত করেছে যে, এই পদক্ষেপ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং উপসাগরীয় ঐক্য ও সংহতি বাড়ানোর লক্ষ্যে পারস্পরিক ইচ্ছা থেকে গ্রহণ করা হয়েছে।
এদিকে বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একই ধরনের বিবৃতি প্রকাশ করা হয়েছে।
কাতার এই অঞ্চলে চরমপন্থী সংগঠনগুলোকে মদদ দিচ্ছে এবং তারা ক্রমেই ইরানের দিকে ঝুঁকে পড়ছে এমন অভিযোগ তুলে ২০১৭ সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর দেশটির বিরুদ্ধে অবরোধ আরোপ করেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img