25 C
Bangladesh
Thursday, March 30, 2023
Homeঅর্থনীতি-ব্যবসাকানাডায় দাবানলের কারণে অর্থনীতি ক্ষতির মুখে

কানাডায় দাবানলের কারণে অর্থনীতি ক্ষতির মুখে

uttarakhand-fires-forestকানাডার অর্থনীতি গত সাত বছরেরও বেশী সময়ের মধ্যে চলতি বছর মে মাসে বড় ধরণের ক্ষতির মুখে পড়ে। প্রধানত: দেশটির ফোর্ট ম্যাকমুরে অঞ্চলে ব্যাপক দাবানল ছড়িয়ে পড়ার কারণে তারা এ ক্ষতির শিকার হয়। শুক্রবার সরকার একথা জানায়।
কানাডার পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল থেকে মে মাসে দেশের অভ্যন্তরীণ মোট উৎপাদন ০.৬ শতাংশ হ্রাস পেয়েছে। ২০০৯ সালের পর এটিই সবচেয়ে বেশি মাসিক হ্রাসের হার।
এর প্রধান কারণ ফোর্ট ম্যাকমুরে অঞ্চলের বিশাল এলাকায় দাবানল ছড়িয়ে পড়া। কারণ, এ দাবানলের ফলে অনেক কোম্পানি বাধ্য হয়ে তাদের উৎপাদন বন্ধ করে দেয়।
দাবানলের কারণে ওই অঞ্চল থেকে প্রায় এক লাখ লোককে কর্তৃপক্ষ সরিয়ে নিতে বাধ্য হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments