নিজের মেক-আপের জন্য এবার সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। প্রতিবারের মতো কান চলচ্চিত্র উত্সবের প্রথম দিনের রেড কার্পেটে বচ্চন-বধূর সাজপোশাক প্রশংসা পেলেও, তাঁর রবিবারের মেক-আপ নিয়ে চর্চা শুরু হয়েছে টুইটারে। এদিন রেড কার্পেটে ফ্লোরাল প্রিন্টের রামি কাডি ড্রেসে গর্জিয়াস লুকে ধরা দিলেও, আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে তাঁর লিপস্টিকের রঙ। সাজপোশাক নিয়ে এক্সপেরিমেন্টে অভ্যস্ত অভিষেক-পত্নী মূল স্রোতের বিপরীতে হেঁটে ঠোঁটে পরেছেন গাঢ় বেগুনি রঙের লিপস্টিক। প্রাক্তন বিশ্বসুন্দরীর ঠোঁটে এমন অব্যবহৃত রঙের লিপস্টিক মেনে নিতে পারেননি অনেকেই। কয়েকজন তাঁর নয়া লুকের প্রশংসা করলেও, বেশিরভাগই এই নিয়ে টুইটারে হাসির রোল তুলেছেন। কেউ লিখেছেন, ‘মনে হচ্ছে ঐশ্বর্য প্রচুর জাম খেয়ে এসেছেন।’ আবার মশকরা করে কারও প্রশ্ন, ‘কবে এশিয়ান পেইন্টসকে দিয়ে আপনি রঙ করালেন?’ কেউ আবার বলছেন, ‘মনে হচ্ছে ঐশ্বর্য ব্ল্যাক কারেন্ট আইসক্রিম খেয়ে এসেছেন।’ কারও প্রশ্ন, ‘ঐশ্বর্য কি রাইজিং পুনে সানরাইজার্সকে চুম্বন করে এসেছেন?’ যদিও এসব মশকরায় আদৌ ভেঙে না পড়ে দৃপ্ত ঐশ্বর্যর দাবি, ‘নিজের কেরিয়ার পছন্দে আমি অভিনেত্রী হয়েছি। আমি ফ্যাশন পছন্দ করি আর এটাকে আমি একটা শিল্প হিসেবে মনে করি। আমার একটা জীবন আছে, একটা পরিবারও আছে। কাজেই আমি ওসবে গুরুত্ব দিচ্ছি না। কাজেই এর ফলে আমার উপর চাপ এতটুকুও বাড়েনি…এর জন্য আমি নার্ভাসও হয়ে পড়িনি…আমি একজন পেশাদার।