29 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeনির্বাচিতকারফিউ জারী ভঙ্গে কাশ্মীরে নিহত ১৬

কারফিউ জারী ভঙ্গে কাশ্মীরে নিহত ১৬

60232-aidsdhfgjdghdfভারতশাসিত কাশ্মীরে এক সন্দেহভাজন উগ্রপন্থী পুলিশের গুলিতে নিহত হওয়ার পরে রাজ্যটিতে ব্যাপক বিক্ষোভ চলছে।

এখনও পর্যন্ত পুলিশের গুলিতে ১৬ জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত ২৫০। পুলিশ বলছে আহতদের মধ্যে প্রায় শ’খানেক নিরাপত্তাকর্মীও রয়েছেন।

২১ বছর বয়সী এই বুরহান ওয়ানি কাশ্মীরের উগ্রপন্থার মুখ হয়ে উঠেছিলেন সম্প্রতি। তিনিই প্রথম হিজবুল কমান্ডার, যিনি কালশনিকভ হাতে নিয়ে ছবি তুলে সেটা সামাজিক সাইটে পোস্ট করেছিলেন। তরুণ প্রজন্মের একটা অংশের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন নিয়মিত সামাজিক মাধ্যমে সক্রিয় থাকা এই উগ্রপন্থী।

তাঁর প্রচুর ফলোয়ার ছিল ওইসব সামাজিক মাধ্যমগুলোতে। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইটে জানিয়েছেন, “বুরহান সামাজিক মাধ্যম দিয়ে যতজনকে না প্রভাবিত করতে পেরেছে, তার থেকে অনেক বেশী মানুষকে সে আকৃষ্ট করতে পারবে কবর থেকে”। (বিবিসি)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments