27 C
Bangladesh
Saturday, April 1, 2023
Homeনির্বাচিতকাশ্মীরের উত্তাপ নিয়ে মুখ খুলল চিন

কাশ্মীরের উত্তাপ নিয়ে মুখ খুলল চিন

_90427563_mediaitem90427562কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ ব্যক্ত করেছে বেজিং।  কাশ্মীরের চলতি পরিস্থিতি ‘সঠিকভাবেই সামলানো’ হবে এবং ‘সংশ্লিষ্ট সকল পক্ষের’ সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলে চিন আশা প্রকাশ করেছে। সে দেশের বিদেশমন্ত্রকের ওয়েবসাইটে কাশ্মীর সম্পর্কে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লু কাঙের এই মন্তব্য পোস্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, কাশ্মীরে সংঘর্ষে হতাহতের ঘটনায় উদ্বিগ্ন চিন।

এক প্রশ্নের জবাবে লু কাঙ বলেছেন, কাশ্মীর ইস্যুর জন্ম ইতিহাসের গর্ভে। চিনের আশা, সংশ্লিষ্ট পক্ষগুলি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করবে।

উল্লেখ্য, কাশ্মীর ইস্যু নিয়ে সচরাচর কোনও প্রকাশ্য মন্তব্য করে না চিন। কিন্তু সবাইকে বিস্মিত করে এবার চিন কাশ্মীর নিয়ে মুখ খুলল। চিনের বরাবরই কাশ্মীর সম্পর্কে একটি সুনির্দিষ্ট অবস্থান রয়েছে। ওই অবস্থান অনুসারে চিনের বক্তব্য, কাশ্মীর ইস্যু ভারত ও পাকিস্তানের  মধ্যে ঐতিহাসিক সমস্যা এবং ওই দুই দেশেরই সঠিকভাবে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা উচিত।

উল্লেখ্য, হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরে যে হিংসা দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে চিন মুখ খুলল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments