34 C
Bangladesh
Monday, June 5, 2023
Homeবিশ্বকিয়েভে ভয়াবহ ড্রোন হামলা : রুশ যুদ্ধ বিমান বিধ্বস্ত

কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা : রুশ যুদ্ধ বিমান বিধ্বস্ত

রাশিয়া সোমবার ইউক্রেন জুড়ে হামলা জোরদার করেছে। হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবং আটজন নিহত হয়েছে।
রাশিয়া ইউক্রেনে কামিকাজে ড্রোন হামলাও চালাচ্ছে। এদিকে সীমান্তের কাছে রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইয়েস্ক শহরের একটি আবাসিক এলাকায় বিমানটি আঘাত হানে।
রুশ কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান, এ ঘটনায় তিনজন নিহত ও ১৯ জন আহত হয়েছে। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত তাস বার্তা সংস্থার খবরে এ কথা বলা হয়েছে। এর আগে জরুরি মন্ত্রণালয় ছয়জনের নিহত হওয়ার খবর জানিয়েছিল।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিগাল বলেন, রাশিয়া কিয়েভে পাঁচটি হামলা চালিয়েছে। তারা সুমি ও কেন্দ্রীয় দিনিপ্রোপেট্রভস্ক এলাকার বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালায়। এর ফলে শত শত শহর ও গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইউক্রেন বলছে, হামলায় কিয়েভে চারজন এবং সুমির উত্তর পূর্বাঞ্চলে আরো চারজন নিহত হয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রী দিমিত্র কুলেবা রাশিয়াকে ড্রোন সরবরাহ করায় তেহরানের ওপর নিষেধাজ্ঞা দেয়ার দাবি জানিয়েছেন।
এদিকে ইউক্রেনের সেনাবাহিনী বলছে, তারা সোমবার ইরানের তৈরি আটটি এবং রাশিয়ার দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
ইরান বলছে, তারা কোন পক্ষের কাছেই কোন অস্ত্র রপ্তানী করেনি। তবে যুক্তরাষ্ট্র তেহরানের ড্রোন কর্মসূচির সাথে জড়িত কোম্পানী ও দেশের বিরুদ্ধে পদেক্ষপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img