31 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeখেলাক্রিসগেইল না পারলেও সম্ভাবনায় ওয়েস্ট ইন্ডিজ

ক্রিসগেইল না পারলেও সম্ভাবনায় ওয়েস্ট ইন্ডিজ

4662_prothom_pataবিশ্ব টি-টোয়েন্টি আসরের শিরোপা লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকেই এগিয়ে রাখছেন বলে ধারণা করা হচ্ছে ক্রিকেট বিশ্লেষকদের। রোববার কলকাতার ইডেন গার্ডেনসে আজ রাত সাড়ে সাতটায় বিশ্ব টি টোয়েন্টির ফাইনালে মুখোমুখি হচ্ছে দল দুটি।

২৯ বছর আগে শেষবার ইডেনে ফাইনাল খেলা৷ ১৯৮৭-তে৷ ওয়ান ডে বিশ্বকাপে৷ তবে, চ্যাম্পিয়ন হওয়া হয়নি৷ হার মানতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে৷ আর, রবিবার ফের ফাইনাল-যুদ্ধে নামছে ইংল্যান্ড৷ টি-২০ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে৷ ফাইনালের ক্লাইম্যাক্স৷ কলকাতায় মুখোমুখি একঝাঁক টি-২০ স্পেশ্যালিস্টকে নিয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজ৷ ওয়েস্ট ইন্ডিজ দলও এখন ক্রিস গেইল নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসেছে বলে মনে করছেন তিনি।

“ক্রিস গেইল যদি রান না পান, তাহলে ওয়েস্ট ইন্ডিজ হেরে গেল- এই ধারণাটা একদম ভেঙ্গে চুরমার হয়ে গেছে”।

ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ৷ দু’দলের সামনেই দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়ের সুযোগ৷ ক্যারিবিয়ানদের হাতে খেতাব উঠেছিল ২০১২-তে৷ তার ঠিক ২ বছর আগে ২০১০-এ চ্যাম্পিয়ন হয় ইংরেজরা৷
গ্রুপ লিগে ক্যারিবিয়ান মেশিনের কাছে দুরমুশ হয়েছিল মর্গ্যান-ব্রিগেড৷ সৌজন্যে গেইলস্টর্ম৷ ওই ম্যাচে টি-২০ বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি করা ছাড়া গোটা টুর্নামেন্টে আর বিশেষ কিছু করেননি ক্যারিবিয়ান জায়েন্ট৷ কিন্তু, ইংরেজদের সামনে ক্রিস গেইল মূর্তিমান আতঙ্ক৷ পাশাপাশি, রয়েছেন সিমন্স, রাসেল, চার্লসরাও৷ বিশ্বকাপের গ্র্যান্ড ফিনালের আগে তাই আত্মবিশ্বাসী ক্যারিবিয়ান ক্যাপ্টেন৷
পিছিয়ে নেই ইংল্যান্ডও৷ সৌজন্যে ফর্মে থাকা একঝাঁক ব্যাটসম্যান৷ জেসন রয় থেকে জো রুট, বাটলারদের ব্যাট ভরসা জোগাচ্ছে ইংল্যান্ডকে৷ পাশাপাশি, রয়েছে ইওন মর্গ্যানের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব৷ টিম ইংল্যান্ডের নয়া ক্যাপ্টেন কুল৷ রবিবার কলকাতার ২২ গজে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না৷ ৮৭-র ইডেনেও ফাইনাল খেলেনি ভারত৷ এবারও ফাইনালে নেই ধোনি বাহিনী৷ কিন্তু, টিম ইন্ডিয়াকে ফাইনালে দেখার আশায় আগেই বিক্রি হয়েছে সব টিকিট৷ রবিবাসরীয় ইডেনও তাই কানায় কানায় ভর্তি থাকবে বলেই আশা৷

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments