35 C
Bangladesh
Friday, June 2, 2023
Homeবিশ্বক্ষেপণাস্ত্র ভূপাতিতের চেষ্টাকে যুদ্ধের ঘোষণা হিসেবে দেখবে উত্তর কোরিয়া

ক্ষেপণাস্ত্র ভূপাতিতের চেষ্টাকে যুদ্ধের ঘোষণা হিসেবে দেখবে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চেষ্টা করলে তাকে ‘যুদ্ধের ঘোষণা’ হিসাবে দেখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। একইসঙ্গে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া অঞ্চলটিতে উত্তেজনা বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।  

মঙ্গলবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে কিম বলেন, উত্তর কোরিয়ার অস্ত্রের পরীক্ষামূলক কার্যক্রমের বিরুদ্ধে ওয়াশিংটন কোন ধরণের পদক্ষেপ নিলে তাকে সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে দেখবে উত্তর কোরিয়া। যদিও যুক্তরাষ্ট্র এবং এর মিত্ররা উত্তর কোরিয়ার পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র কখনো ভূপাতিত করার চেষ্টা করেনি। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল এ ধরণের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে।  

আসছে সময়ে প্রশান্ত মহাসাগরে আরও বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে বলে ইঙ্গিত দেন কিম ইয়ো জং। কিম বলেন, যুক্তরাষ্ট্র বা জাপান প্রশান্ত মহাসাগরের মালিক নয়।  

বিশ্লেষকরা বলছেন, যদি প্রশান্ত মহাসাগরে এভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যেতে পারে পিয়ংইয়ং তবে তারা সামরিক ও প্রযুক্তিগতভাবে আরও এগিয়ে যাবে।

পৃথক এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধির জন্য দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াকে দায়ি করেছেন। সোমবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে বি-৫২ বোমারু বিমান নিয়ে যৌথ মহড়া পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র।  তবে সিউলের দাবি, উত্তর কোরিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা এই উত্তেজনাকর পরিস্থিতির জন্য দায়ি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img