31 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeজাতীয়খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন

খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন

0,,18737937_303,00বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাধীনতা যুদ্ধে নিহতদের সংখ্যা নিয়ে বির্তক নিয়ে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন করা হয়েছে।

আজ সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে মামলাটির আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী।

এর আগে খালেদা জিয়ার একজন আইনজীবী সানাউল্লাহ মিয়া খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছিল।

বাংলাদেশের অন্যতম বড় বিরোধী দল বিএনপির প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ২১শে ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন।

ভাষণের একটা বড় অংশ জুড়েই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নানা কথাবার্তা।

এরই এক পর্যায়ে তিনি উল্লেখ করেন ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে নিহত মানুষদের আনুষ্ঠানিক যে সংখ্যা সেটি নিয়ে বিতর্কের কথা।

তিনি বলেন, ”আজকে বলা হয়, এত লাখ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে।”

এরপর খালেদা জিয়ার বিরুদ্ধে একজন আইনজীবী রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করলে গত ২১শে জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মামলা করার অনুমতি দেয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments