আজ রোববার রাত ৮টায় বাংলাদেশ তাদের শেষ ম্যাচে মুখোমুখী হবে নবাগত ওমানের বিপক্ষে। ওমানেরও এটি শেষ ম্যাচ। খেলায় যে দল জিতবে তারাই চলে যাবে মূলপর্বে।
ধর্মশালার আবহাওয়া বলছে, আজও খেলার সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি হয়নি। খেলাচলাকালীন সময়ে কী হবে সেটা বলা মুশকিল। ভারতের হিমাচল প্রদেশের এই শহরের আবহাওয়া এতটাই বৈচিত্র্যপূর্ণ, সেখানে কখন বৃষ্টি হবে, আবার কখন রোদ উঠবে, তা বলা যায় না। তবে বাংলাদেশের সমর্থকদের জন্য সুখবর হলো-বৃষ্টির কারণে যদি খেলা নাও হয় তাহলেও সুপার টেনে চলে যাবে মাশরাফি বাহিনী। কেননা ওমানের তুলনায় রান রেটে এগিয়ে টাইগাররা। ‘এ’ গ্রুপ থেকে সুপার টেনে ওঠার জন্য মূল প্রতিদ্বন্দ্বী এখন বাংলাদেশ ও ওমান। দুই দলই একটি করে ম্যাচে জয়লাভ করেছে। আর বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট করে পেয়েছে। ওমান এবং বাংলাদেশের পয়েন্ট এখন ৩ করে। তবে নেট রান রেটে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশের এখন নেট রান রেট আছে +০.৪০০। আর ওমানের নেট রান রেট +০.২৮৩। তাই বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি না হলেও বাংলাদেশই সুপার টেনে উঠে যাবে।