25 C
Bangladesh
Thursday, March 30, 2023
Homeজাতীয়গুলশানে জিম্মি দশা থেকে দু’জন উদ্ধার

গুলশানে জিম্মি দশা থেকে দু’জন উদ্ধার

160701212842_bd_gulshan_night_raid_640x360_bbc_nocreditগুলশানে জঙ্গীদের আক্রমণের শিকার হোটেল থেকে দুজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

রাত আড়াইটার পর তাদের হোটেল কম্পাউণ্ড থেকে বের করে আনা হয়।

এর মধ্যে একজন আর্জেন্টিনার নাগরিক আর অন্যজন বাংলাদেশী।

গুলশান এলাকা থেকে পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে জানা গেছে যে, উদ্ধার করা দুজনের মধ্যে বাংলাদেশী ব্যক্তি কিছুটা আড়াল হয়ে গেইটের কাছাকাছি আসা মাত্রই পুলিশের সোয়াত দলের সদস্যরা তাকে ছোঁ মেরে নিয়ে আসে।

অন্যদিকে আর্জেন্টাইন নাগরিক ভবনের আড়ালে দাঁড়িয়ে ছিলেন।

তাকে দেখে ইশারায় আরও এগিয়ে আসতে বলে পুলিশ সদস্যরা।

কিছুটা কাছাকাছি আসা মাত্র তাকেও কম্পাউণ্ডের ভেতর থেকে তুলে নিয়ে আসে পুলিশ।BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments