34 C
Bangladesh
Monday, June 5, 2023
Homeজাতীয়গুলশান ভবনের অগ্নিকাণ্ডে দু’জনের মৃত্যু

গুলশান ভবনের অগ্নিকাণ্ডে দু’জনের মৃত্যু

রাজধানীর গুলশান ২-এ একটি ১২ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’জনের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। উদ্ধার কাজে যোগ দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি দল। রোববার সন্ধ্যায় আগুন লাগার পর একে একে ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। তবে আ.গু.নের ভয়াবহতা বাড়তেই থাকে। এ অবস্থায় উদ্ধার কাজে অংশ নিতে বিমান বাহিনীর একটি দল এসে যোগ দিয়েছে।

আইন-শৃঙ্খলা ও আতঙ্কিত মানুষজনকে নিয়ন্ত্রণ করে অগ্নিনির্বাপক ও উদ্ধার কাজ চালাতে সহায়তা করছে পুলিশ। ওই ব্যক্তির নাম মোহাম্মদ রাজু (৩৫)। তাঁর বাড়ি গাজীপুরের কালীগঞ্জে। তিনি ভবনের ১২তলায় এক কর্মকর্তার বাসায় বাবুর্চির কাজ করতেন। ধারণা করা হচ্ছে, আগুন লাগা ভবনটি থেকে আতঙ্কে লাফিয়ে পড়ার পর তার মৃত্যু হয়েছে।

আজ সকাল থেকে বহুতল ওই ভবনে কাজ শুরু করেছে অগ্নিনির্বাপকবাহিনী। তাঁরা বলছেন, ওই ভবনে ২৬ ফ্ল্যাটে ২৩ পরিবার বসবাস করতেন। সেখানে খোঁজ করে আর কোনো মরদেহ পাওয়া যায়নি।

গুলশান-২ এর ১০৪ নং সড়কের বাসা- ২/এ  সকালে সামনে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img