31 C
Bangladesh
Tuesday, March 28, 2023
Homeজাতীয়গুলশান হামলার দুই দিন আগে সর্বশেষ ও চূড়ান্ত বৈঠক করেন তামিম

গুলশান হামলার দুই দিন আগে সর্বশেষ ও চূড়ান্ত বৈঠক করেন তামিম

1469868394গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার সাথে জড়িত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ও কানাডার নাগরিক তামিম চৌধুরী।তদন্তসংশ্লিষ্ট একটি সূত্রে এ খবর বলা হয়েছে।

জানা যায়, হামলার দুই দিন আগে আক্রমণকারীদের সাথে তিনি যোগাযোগন করেন এবং সর্বশেষ ও চূড়ান্ত বৈঠক করেন।

সংশ্লিষ্ট সূত্রটি বলেছে, গুলশানে হামলার পরিকল্পনাকারী, সমন্বয়ক, অর্থদাতা এবং হামলায় সহযোগিতা করেছেন এমন ১০ জনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা সবাই ‘নব্য জেএমবির’ নেতা-কর্মী। তাঁদের মধ্যে তামিম পরিকল্পনায় যুক্ত ছিলেন। তবে মূল পরিকল্পনাকারী আরেকজন।

গুলশানে হামলার অন্যতম পরিকল্পনাকারী তামিম চৌধুরী এবং ব্লগার হত্যার পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল হককে ধরিয়ে দিতে  পুলিশ ইতোমধ্যেই ২০ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে। রাজধানীতে এক অনুষ্ঠানে আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, এরা যেখানে থাকুক, কেউ যদি এদের সন্ধান পায় দয়া করে সাথে সাথে যেন পুলিশকে অবহিত করে এবং সেই সাথে সন্ধানকারীর পরিচয় গোপন রাখা হবে। প্রয়োজনে তথ্য দিতে আইজিপির সাথে যোগাযোগ করার কথা বলেন তিনি।

গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, তামিম ও জিয়া যেখানেই থাকুন, কেউ দেখলে বা সন্ধান পেলে যেন সরাসরি পুলিশকে জানান। প্রয়োজনে তাঁর (আইজিপি) সঙ্গে যোগাযোগ করতে বলেন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

spot_imgspot_imgspot_imgspot_img

Recent Comments